ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

ফাইল ছবি-

 

খুলনার কয়রায় অ‌বৈধ ট্রলির ধাক্কায় পথচারী এক বৃদ্ধা মারা গে‌ছেন। সোমবার (২৪ ফেব্রুয়া‌রি) বিকা‌লে উপ‌জেলার কালনা বাজার নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত রি‌জিয়া (৬৫) মঠবা‌ড়ি গ্রা‌মের আঃ ম‌জিদ গাজীর স্ত্রী।

কয়রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন অবস্থায় রাত পৌ‌নে আটটার দি‌কে তি‌নি মারা যান। ওই সময় আহত বাজা‌রে কাঁচামাল বিক্রেতা ম‌দিনাবাদ গ্রা‌মের আবু বকর গাজী (৫৮) এক‌টি ক্লি‌নি‌কে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কয়‌রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত বৈদ্য ব‌লেন, গুরুতর আহত অবস্থায় বিকা‌লে রোগী হাসপাতা‌লে ভ‌র্তি হয়। তার পা ও হাত ভে‌ঙে যায়। আমরা সর্বাত্নক চেষ্টা ক‌রে‌ছি। রাত পৌ‌নে আটটার দি‌কে তি‌নি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বি‌কেল সাড়ে চারটার দি‌কে কয়রা উপ‌জেলা সদর থে‌কে এক‌টি ট্রলি দ্রুত গ‌তি‌তে চাঁদআলীর দি‌কে যায়। এ সময় কালনা আমি‌নিয়া কা‌মিল মাদ্রাসার পা‌শের রাস্তা দি‌য়ে একজন বৃদ্ধা ম‌হিলা সড়‌কের উপর উঠ‌লে ট্রলি তা‌কে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কায় তি‌নি সড়‌কের উপর প‌ড়ে গে‌লে তার শরী‌রের উপর দি‌য়ে পিছ‌নের চাকা অ‌তিক্রম ক‌রে। এছাড়া ওই সময় ট্রলি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পা‌শের কাঁচামাল বি‌ক্রেতা আবু বকর গাজী‌কে আঘাত ক‌রে। স্থানীয়রা তা‌দের‌কে তাৎক্ষ‌ণিক হাসপাতা‌লে পাঠান। আর ট্রলি আট‌কি‌য়ে রা‌খেন।

নিহ‌তের না‌তি আকিবুর রহমান জানান, তার নানী গতকাল কালনা মাদ্রাসার মাহ‌ফিল শুন‌তে এক আত্মী‌য়ের বা‌ড়ি গি‌য়ে‌ছি‌লেন। বিকা‌লে ফেরার প‌থে কয়রা-পাইকগাছা প্রধান সড়‌কে উঠ‌লে পিছন থে‌কে ট্রলি ধাক্কা দেয়। নিহ‌তের চার মে‌য়ে ও দু‌টি ছে‌লে র‌য়ে‌ছে।

কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ব‌লেন, দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গে‌ছেন। ট্রলি জব্দের পাশাপা‌শি আইনগত ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

উল্লেখ, এর আগেও কয়রায় ট্রলির আঘা‌তে ২০২০ সা‌লে এক বৃদ্ধ মারা যায় এবং ২০২৩ সা‌লে ট্রলি উল্টে এক যুবক মারা যায়। এছাড়া কয়‌রা-পাইকগাছা প্রধান সড়ক দি‌য়ে অ‌বৈধ ট্রলি চলাচল করায় প্রতি‌নিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘট‌ছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

খুলনায় ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

Update Time : ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

খুলনার কয়রায় অ‌বৈধ ট্রলির ধাক্কায় পথচারী এক বৃদ্ধা মারা গে‌ছেন। সোমবার (২৪ ফেব্রুয়া‌রি) বিকা‌লে উপ‌জেলার কালনা বাজার নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত রি‌জিয়া (৬৫) মঠবা‌ড়ি গ্রা‌মের আঃ ম‌জিদ গাজীর স্ত্রী।

কয়রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন অবস্থায় রাত পৌ‌নে আটটার দি‌কে তি‌নি মারা যান। ওই সময় আহত বাজা‌রে কাঁচামাল বিক্রেতা ম‌দিনাবাদ গ্রা‌মের আবু বকর গাজী (৫৮) এক‌টি ক্লি‌নি‌কে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কয়‌রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত বৈদ্য ব‌লেন, গুরুতর আহত অবস্থায় বিকা‌লে রোগী হাসপাতা‌লে ভ‌র্তি হয়। তার পা ও হাত ভে‌ঙে যায়। আমরা সর্বাত্নক চেষ্টা ক‌রে‌ছি। রাত পৌ‌নে আটটার দি‌কে তি‌নি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বি‌কেল সাড়ে চারটার দি‌কে কয়রা উপ‌জেলা সদর থে‌কে এক‌টি ট্রলি দ্রুত গ‌তি‌তে চাঁদআলীর দি‌কে যায়। এ সময় কালনা আমি‌নিয়া কা‌মিল মাদ্রাসার পা‌শের রাস্তা দি‌য়ে একজন বৃদ্ধা ম‌হিলা সড়‌কের উপর উঠ‌লে ট্রলি তা‌কে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কায় তি‌নি সড়‌কের উপর প‌ড়ে গে‌লে তার শরী‌রের উপর দি‌য়ে পিছ‌নের চাকা অ‌তিক্রম ক‌রে। এছাড়া ওই সময় ট্রলি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পা‌শের কাঁচামাল বি‌ক্রেতা আবু বকর গাজী‌কে আঘাত ক‌রে। স্থানীয়রা তা‌দের‌কে তাৎক্ষ‌ণিক হাসপাতা‌লে পাঠান। আর ট্রলি আট‌কি‌য়ে রা‌খেন।

নিহ‌তের না‌তি আকিবুর রহমান জানান, তার নানী গতকাল কালনা মাদ্রাসার মাহ‌ফিল শুন‌তে এক আত্মী‌য়ের বা‌ড়ি গি‌য়ে‌ছি‌লেন। বিকা‌লে ফেরার প‌থে কয়রা-পাইকগাছা প্রধান সড়‌কে উঠ‌লে পিছন থে‌কে ট্রলি ধাক্কা দেয়। নিহ‌তের চার মে‌য়ে ও দু‌টি ছে‌লে র‌য়ে‌ছে।

কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ব‌লেন, দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গে‌ছেন। ট্রলি জব্দের পাশাপা‌শি আইনগত ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

উল্লেখ, এর আগেও কয়রায় ট্রলির আঘা‌তে ২০২০ সা‌লে এক বৃদ্ধ মারা যায় এবং ২০২৩ সা‌লে ট্রলি উল্টে এক যুবক মারা যায়। এছাড়া কয়‌রা-পাইকগাছা প্রধান সড়ক দি‌য়ে অ‌বৈধ ট্রলি চলাচল করায় প্রতি‌নিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘট‌ছে।

সবুজদেশ/এসইউ