ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ্যভাবে ভারতে পারাপারের সময় ১৭ বাংলাদেশী নাগরিক আটক ও পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ করে ৫৮ বিজিবি। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ নতুন পাড়া বিওপি’র টহলদল নতুন পাড়া গ্রামের মাঠের লিচু বাগান থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একইদিনে গয়েশপুর বিওপি’র টহলদল অভিযান চালিয়ে গয়েশপুর উত্তর পাড়া কলা বাগান থেকে ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এদিকে, মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মধাবখালি বিওপি কর্তৃক মাধবখালি গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে ৯৭ বোতল মদ ও ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ লাড়াইঘাট, পলিয়ানপুর, কুসুমপুর, বাঘাডাংগা সীমান্তে অবৈধ্যভাবে ভারতে পারাপারের সময় ১৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় অস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ