যশোর ৩ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী নাবিল আহমেদ, তার বাবা-মা এবং দুই ভাইয়ের নামে থাকা ৮৩টি ব্যাংক একাউন্ট স্থগিত (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আদালত তাদেরসাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরো ৪০ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
এর মধ্যে কাজী নাবিল, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ নামে রয়েছে ৮৩টি ব্যাংক হিসাব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অবরুদ্ধের আদেশ হওয়া হিসাবগুলোর মধ্যে কাজী নাবিলের ২১, কাজী আনিস আহমেদের ২০, কাজী ইনাম আহমেদের ১০, আমিনা আহমেদের ২৫ ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব রয়েছে।
তাদের অস্থাবর সম্পদের (ব্যাংক হিসাব) তথ্য তুলে ধরে আদালতে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। আবেদনে বলা হয়, তারা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারে সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) করা জরুরি।
সবুজদেশ/এসইউ