ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে।

 

বাগেরহাটের চিতলমারীতে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। 

গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম শেখ জেলার চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের চর-চিংড়ী গ্রামের জলিল শেখের ছেলে ও ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের মধ্যে সংঘর্ষে কচি গ্রুপের বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। তাকে প্রথমে টুঙ্গিপাড়া পরে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। বিএনপি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ২ আসামিকে পুলিশ ইতোমধ্যেই গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সবুজদেশ/এসইউ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু

Update Time : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বাগেরহাটের চিতলমারীতে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। 

গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম শেখ জেলার চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের চর-চিংড়ী গ্রামের জলিল শেখের ছেলে ও ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের মধ্যে সংঘর্ষে কচি গ্রুপের বিএনপি কর্মী নুর ইসলাম শেখ গুরুতর আহত হন। তাকে প্রথমে টুঙ্গিপাড়া পরে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। বিএনপি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ২ আসামিকে পুলিশ ইতোমধ্যেই গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সবুজদেশ/এসইউ