ঝিনাইদহের কোটচাঁদপুরে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান (৬) বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার তালসার গ্রামের হাজী পাড়ায়। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এক মাত্র ছেলে।
প্রতিবেশী সোহরাব হোসেন বলেন, বাড়ির পাশে ডোবা। সে ডোবার পাশে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে পানিতে পড়ে যায়। এরপর তাঁর স্বজনরা আশে পাশে খোঁজাখুজি করতে থাকে। কিছু সময় পর ওই ডোবার পানিতে তাঁর লাশ ভাসতে দেখে স্বকজনরা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। কান্নায় ভারি হয়ে ওঠেছে পুরো এলাকা।
কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমির কুমার বলেন, দুপুর ১২ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন। এ সময় সে পানিতে ডুবে যান। পরে তাঁর স্বজনরা পানি থেকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি বলেন,বিষয়টি নিয়ে ওসি স্যারকে জানানো হয়েছে। স্যার আসার পর যা করার করবেন।
সবুজদেশ/এসএএস