ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

 

মেহেরপুরের মুজিবনগরে কেদারগঞ্জ বাজার এলাকায় রাজনৈতিক কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।

গতকাল (০২ মার্চ ) সন্ধ্যায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের কয়েক জন কর্মী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের কয়েকজন কর্মী মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যেটি পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

সংঘর্ষে আমিরুল গ্রুপের মোঃ জসিম (৪০) পিতা হাসমত খা, এর মাথায় রামদা এর কোপের আঘাতে গুরুতর আহত হয়, শেরেগুল (৪২) পিতা আরোজ আলী, জাহান আলী (৪৩) পিতা মতেহার রশিদ (৩৮) পিতা আসমত সর্বসাং রতনপুর, আহত হয়। একই সাথে মাসুদ অরুন গ্রুপের আশিকসহ দুইজন আহত হয়। উভয়পক্ষকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

আমিরুল গ্রুপের আহতদের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, রাজনৈতিক কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ অরুন গ্রুপের মোঃ ইয়াসিন (৪০) পিতাঃ ইব্রা খা, বোরহান( ৪২) পিতা ইব্রা খা, সাগর (২২) পিতা ইয়াসিন, আশিক (৩০ ), দিদার (৩৫), রুবেল উভয় পিতাঃ মনির খা,ছগির পিতা রাজিবুল, রামদা, টাংগি,কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অঙ্গে জখম সহ আহত করে।

অপরদিকে মাসুদ অরুন গ্রুপের লোকজনের বক্তব্য অনুযায়ী তারা জানায় আমিরুল গ্রুপের লোকজন তাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং ভয়ভীতি প্রদর্শন করে, তৎক্ষণাৎ খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল সহ বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের মেজর ফারহান, ও ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সবুজদেশ/এসইউ

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

Update Time : ১২:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

মেহেরপুরের মুজিবনগরে কেদারগঞ্জ বাজার এলাকায় রাজনৈতিক কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।

গতকাল (০২ মার্চ ) সন্ধ্যায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের কয়েক জন কর্মী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের কয়েকজন কর্মী মায়ের দোয়া হোটেলের সামনে রাজনৈতিক কথা কাটাকাটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যেটি পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

সংঘর্ষে আমিরুল গ্রুপের মোঃ জসিম (৪০) পিতা হাসমত খা, এর মাথায় রামদা এর কোপের আঘাতে গুরুতর আহত হয়, শেরেগুল (৪২) পিতা আরোজ আলী, জাহান আলী (৪৩) পিতা মতেহার রশিদ (৩৮) পিতা আসমত সর্বসাং রতনপুর, আহত হয়। একই সাথে মাসুদ অরুন গ্রুপের আশিকসহ দুইজন আহত হয়। উভয়পক্ষকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

আমিরুল গ্রুপের আহতদের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, রাজনৈতিক কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ অরুন গ্রুপের মোঃ ইয়াসিন (৪০) পিতাঃ ইব্রা খা, বোরহান( ৪২) পিতা ইব্রা খা, সাগর (২২) পিতা ইয়াসিন, আশিক (৩০ ), দিদার (৩৫), রুবেল উভয় পিতাঃ মনির খা,ছগির পিতা রাজিবুল, রামদা, টাংগি,কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অঙ্গে জখম সহ আহত করে।

অপরদিকে মাসুদ অরুন গ্রুপের লোকজনের বক্তব্য অনুযায়ী তারা জানায় আমিরুল গ্রুপের লোকজন তাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং ভয়ভীতি প্রদর্শন করে, তৎক্ষণাৎ খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল সহ বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের মেজর ফারহান, ও ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সবুজদেশ/এসইউ