ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম মুসলিম: হাদিস সংকলন ও সংরক্ষণের কিংবদন্তি ব্যক্তিত্ব

নিশাপুরে ইমাম মুসলিমের সমাধি। ছবি: সংগৃহীত

 

‘জ্ঞানের তরে শহীদ’ উপাধি পাওয়া এবং বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ ‘সহিহ্ মুসলিম’ রচয়িতা ইমাম মুসলিম বিন হাজ্জাজের খ্যাতি জগতজোড়া। যার অক্লান্ত পরিশ্রমে হাদিস শাস্ত্রে যোগ হয়েছে অসামান্য সব প্রামাণ্য। আজকের অবসরে সংক্ষেপে এ মহান মনীষীর জীবন নিয়ে আলোকপাত করার প্রয়াস পাব।

তাঁর পূর্ণ নাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ বিন মুসলিম বিন ওয়ারদ আল কুশাইরি নিশাপুরি। তৎকালীন খোরাসানের সমৃদ্ধ শহর ‘নিশাপুর’–এ ২০৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। ইমাম মুসলিম ছিলেন সুগঠিত দেহ ও সুন্দর চেহারার অধিকারী। সব সময় পরিপাটি থাকতে পছন্দ করতেন। স্বভাবে খানিকটা কঠোরতা ছিল। অনেকটা একরোখা ও জেদি ছিলেন। এ জেদই তাঁকে জ্ঞানের জগতে এগিয়ে যেতে দারুণভাবে সহায়তা করেছে।

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ইমাম মুসলিম: হাদিস সংকলন ও সংরক্ষণের কিংবদন্তি ব্যক্তিত্ব

Update Time : ০১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

‘জ্ঞানের তরে শহীদ’ উপাধি পাওয়া এবং বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ ‘সহিহ্ মুসলিম’ রচয়িতা ইমাম মুসলিম বিন হাজ্জাজের খ্যাতি জগতজোড়া। যার অক্লান্ত পরিশ্রমে হাদিস শাস্ত্রে যোগ হয়েছে অসামান্য সব প্রামাণ্য। আজকের অবসরে সংক্ষেপে এ মহান মনীষীর জীবন নিয়ে আলোকপাত করার প্রয়াস পাব।

তাঁর পূর্ণ নাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ বিন মুসলিম বিন ওয়ারদ আল কুশাইরি নিশাপুরি। তৎকালীন খোরাসানের সমৃদ্ধ শহর ‘নিশাপুর’–এ ২০৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। ইমাম মুসলিম ছিলেন সুগঠিত দেহ ও সুন্দর চেহারার অধিকারী। সব সময় পরিপাটি থাকতে পছন্দ করতেন। স্বভাবে খানিকটা কঠোরতা ছিল। অনেকটা একরোখা ও জেদি ছিলেন। এ জেদই তাঁকে জ্ঞানের জগতে এগিয়ে যেতে দারুণভাবে সহায়তা করেছে।