ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয় ২ বাংলাদেশী নারী। রবিবার ( ০২ মার্চ) এক পতাকা বৈঠকের মাধ্যেমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরুল হালদারের মেয়ে জরিনা বেগম (৪২), ও নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন(৪৮)।
সোমবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয় দুই বাংলাদেশী নারী। তাদেরকে বাংলাদেশে ফেরত নিতে বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ। দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে আটক দুইজনকে হস্তান্তর করে। পরে উভয় দেশের সীমান্তে সু-সর্ম্পক বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন বিজিবি ও বিএসএফ।
আটক দুই নাগরিককে জাস্টিস এন্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
সবুজদেশ/এসইউ