ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা, সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

 

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। রবিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতে ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করে পরিবারের পক্ষ থেকে।

এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো: মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছাঃ মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান (৫৫) কে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় আসামিরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে এহিয়ার রহমানের উপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে আহত করে।মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাদক সেবীরা। আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়ায়। এহিয়ার রহমান তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সবুজদেশ/এসইউ

কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা, সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

Update Time : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। রবিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতে ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করে পরিবারের পক্ষ থেকে।

এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো: মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছাঃ মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান (৫৫) কে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় আসামিরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে এহিয়ার রহমানের উপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে আহত করে।মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাদক সেবীরা। আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়ায়। এহিয়ার রহমান তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সবুজদেশ/এসইউ