ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুট, বিএনপি নেতা বহিষ্কার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে।

 

যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় উপজেলা বিএনপির সহ সভাপতি ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির ইমেজ সংকটের মুখে পড়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করেছে যশোর জেলা বিএনপি।

কায়বা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডিলার শাহাজাহান কবির অভিযোগ করেন, বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে চাল নিয়ে যাওয়ার পথে রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি আটকে চাল লুট করে তাদের গোডাউনে নিয়ে যান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক চিঠিতে রুহুল কুদ্দুসের দলীয় সকল পদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

তবে, বিএনপি নেতা রুহুল কুদ্দুস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাল লুট করিনি। বরং অনেক সুবিধা বঞ্চিত মানুষ চাল পায় না বলে তাদের জন্য সরিয়ে রেখেছিলাম। আমার ভাই ডিলারের কাছে টাকা পাওয়ায় ট্রলি আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে।

এদিকে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি জোর করে চাল নিয়ে গিয়েছিলেন, যা পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। তবু জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, চাল লুট হবার পর উদ্ধারে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সমন্বিত উদ্যোগ গ্রহণ করে সমাধান করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গত বুধবার (৫ মার্চ) শার্শার বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুট, বিএনপি নেতা বহিষ্কার

Update Time : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় উপজেলা বিএনপির সহ সভাপতি ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির ইমেজ সংকটের মুখে পড়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করেছে যশোর জেলা বিএনপি।

কায়বা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডিলার শাহাজাহান কবির অভিযোগ করেন, বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে চাল নিয়ে যাওয়ার পথে রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি আটকে চাল লুট করে তাদের গোডাউনে নিয়ে যান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক চিঠিতে রুহুল কুদ্দুসের দলীয় সকল পদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

তবে, বিএনপি নেতা রুহুল কুদ্দুস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাল লুট করিনি। বরং অনেক সুবিধা বঞ্চিত মানুষ চাল পায় না বলে তাদের জন্য সরিয়ে রেখেছিলাম। আমার ভাই ডিলারের কাছে টাকা পাওয়ায় ট্রলি আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে।

এদিকে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি জোর করে চাল নিয়ে গিয়েছিলেন, যা পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। তবু জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, চাল লুট হবার পর উদ্ধারে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সমন্বিত উদ্যোগ গ্রহণ করে সমাধান করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গত বুধবার (৫ মার্চ) শার্শার বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজদেশ/এসইউ