ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৫ কৃষকের ১১ টি ঘর। শুক্রবার ( ৭ মার্চ ) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ওই গ্রামের কৃষক টিটু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় টিটো, মহিউদ্দিন বিশ্বাস, নজরুল, তরিকুল ও মন্নু মিয়ার ১১ টি ঘর। পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি পরিবারের ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল।
আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই পরিবারগুলোর সদস্যরা।
সবুজদেশ/এসইউ