ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ভাইকে হত্যার ঘটনায় ৩ ভাই আটক

 

যশোরের যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম (৬০) নিহতের ঘটনায় চাচতো তিন ভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার পরই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বিল্লাল, একলাছ ও রাসেল। তারা সবাই একই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে সকালে শহিদুল তাদের হাতে খুন হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে মাঠে পানি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। কিন্তু এর আগে থেকেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই প্রতিশোধেই খুন করা হয়েছে শহিদুলকে। ঘটনার পরই পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক করেছে।

বিষয়টা নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি বাবুল।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

যশোরে ভাইকে হত্যার ঘটনায় ৩ ভাই আটক

Update Time : ০৭:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

যশোরের যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম (৬০) নিহতের ঘটনায় চাচতো তিন ভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার পরই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বিল্লাল, একলাছ ও রাসেল। তারা সবাই একই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে সকালে শহিদুল তাদের হাতে খুন হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে মাঠে পানি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। কিন্তু এর আগে থেকেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই প্রতিশোধেই খুন করা হয়েছে শহিদুলকে। ঘটনার পরই পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক করেছে।

বিষয়টা নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি বাবুল।

সবুজদেশ/এসইউ