ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ ) দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সবুজদেশ নিউজকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি ৫ তারিখের পর থেকে পলাতক ছিলেন।
সবুজদেশ/এসএএস