ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ মার্চ ) সকালে পৌর শহরের মেইনবাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন তারা।
সারাদেশে চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। এগুলো বন্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। কর্মসুচী সফল করতে সকাল ১০ টা থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী আসতে থাকেন মেইনবাসস্ট্যান্ডে। এরপর বের করা হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ করেন। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না, আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর।
মিছিল শেষে বক্তব্য রাখেন, জেরিন খাতুন, সুরাইয়া খাতুন , আলী হাসান, অনিক, রফিকুল ইসলাম, ইমন হোসেন, আসিফ আল মাহমুদ, জুবায়ের হোসেন, পিয়াল হোসেন প্রমুখ।
সবুজদেশ/এসইউ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : 





















