ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হেলালসহ ১২১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে।

 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে খুলনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ ঘটনায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকসহ ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

নাঈম শিকদার নামের এক ব্যক্তি মঙ্গলবার এ অভিযোগ করেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগে নাঈম শিকদার বলেন, গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪ শতাধিক গুলি আছে। তার পিঠে একটা বড় গুলি লেগেছিল, যা অনেক অনুরোধের পর এনেস্থেশিয়া ছাড়াই একজন চিকিৎসক বের করে দেন।

অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ ১২১ জনের নাম উল্লে­খ করা হয়েছে।

এদিকে চানখাঁরপুলে জুলাইয়ে গণহত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত কনস্টেবল নাসিরুলকে ডিবি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করে। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলিতে হত্যার ঘটনায় নাসিরুলের বিরুদ্ধে এই পরোয়ানা হয়।

এ ছাড়া সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।এ ঘটনায় আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রাখা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।

আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ১৮ মে পরবর্তী দিন ধার্য রয়েছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর ইয়ামিন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহতের মামা মোহাম্মদ আবদুল্লাহ আল মুন কাদির।

সবুজদেশ/এসএএস

জনপ্রিয়

শেখ হেলালসহ ১২১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

Update Time : ১০:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে খুলনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ ঘটনায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকসহ ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

নাঈম শিকদার নামের এক ব্যক্তি মঙ্গলবার এ অভিযোগ করেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগে নাঈম শিকদার বলেন, গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪ শতাধিক গুলি আছে। তার পিঠে একটা বড় গুলি লেগেছিল, যা অনেক অনুরোধের পর এনেস্থেশিয়া ছাড়াই একজন চিকিৎসক বের করে দেন।

অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ ১২১ জনের নাম উল্লে­খ করা হয়েছে।

এদিকে চানখাঁরপুলে জুলাইয়ে গণহত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত কনস্টেবল নাসিরুলকে ডিবি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করে। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলিতে হত্যার ঘটনায় নাসিরুলের বিরুদ্ধে এই পরোয়ানা হয়।

এ ছাড়া সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।এ ঘটনায় আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রাখা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।

আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ১৮ মে পরবর্তী দিন ধার্য রয়েছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর ইয়ামিন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহতের মামা মোহাম্মদ আবদুল্লাহ আল মুন কাদির।

সবুজদেশ/এসএএস