খুলনায় মাদক বিক্রিকে কেন্দ্র করে একরাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানা হাওড়া ব্রিজ প্রেম গলির মধ্যে ঘটনা ঘটে। একরামের অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
একরাম নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার তোতার ব্রিজ সংলগ্ন জনৈক তোতা মিয়ার ছেলে। তিনি পূর্ব বানিয়াখামার এলাকার একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, মাদক কারবারকে কেন্দ্র করে গত রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার সারা শরীরে কুপিয়ে জখম করে। তার ডান পা ও ডান হাত শরীরের চামড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে প্রেরণ করে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেসুর রহমান বলেন, মাদক বিক্রিকে কেন্দ্র করে কারবারি একরামকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবুজদেশ/এসইউ