নড়াইলের লোহাগড়া উপজেলায় শরিফুল ইসলাম (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মেম্বার শরিফুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের সাইফার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এক দোকানের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে মেম্বার শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার এক হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যেখানে তার চিকিৎসা চলছে।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সবুজদেশ/এসইউ