ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফারুক হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লাপাড়া মাঠে সকালে কৃষকরা কাজ করতে গিয়ে তাকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরলি গ্রামের মোতালেব শেখের ছেলে।
ফারুক হোসেন বলেন, ‘ভারতের রবণবাড়িয়া এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে। সে সময় তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে সীমান্তের দিকে মৃত ভেবে ছুড়ে ফেলে দেয়। তখন আমার জ্ঞান হারিয়ে যায়।
তিনি বলেন, ১০ বছর ধরে পরিবার নিয়ে আমি ভারতের ভেলর এলাকায় বসবাস করি।সেখানে আমাদের দেশের রোগীদের সহায়তার কাজ করি। সম্প্রতি রোগী কমে যাওয়ায় অবৈধভাবে ভারতের রবণবাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলাম।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি যুবককে নির্যাতনের বিষয়টি শুনেছি। এ নিয়ে সীমান্তে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে বলতে পারব।
সবুজদেশ/এসইউ