ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আ.লীগ আবার ফিরবে’, চিকিৎসক আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে।

 

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ করেই ভেসে উঠলো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’।

সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে হাজির হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এসময় তারা হাসপাতাল ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’সহ নানা রকম স্লোগান দিতে থাকে। এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, ১৭ মার্চকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, হাসপাতাল মালিককে ফোন দেওয়া হয়েছিল। তিনি ঘটনাস্থলে আসতে চাচ্ছেন না। এজন্য হাসপাতাল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এদিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের জিটাল বিলবোর্ডটি জব্দ করার পাশাপাশি সেখানে চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের বিলবোর্ডটি ওয়াইফাই কানেক্টেড। এটি হ্যাক করা যায়। আমরা হাসপাতালের বিলবোর্ডটি জব্দ করেছি এবং এখানে দায়িত্বরত চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি। আমরা যাচাই-বাছাই করে দেখব এটি হ্যাক করা যায় কিনা। যদি এটি পরিকল্পিত হয়ে থাকে তাইলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। অযথা কাউকে হয়রানি করা হবে না।

অপরদিকে সোমবার রাতে সাতক্ষীরা সিটি কলেজ মোড়ে ইজিবাইক বিক্রির একটি শোরুমে একই ধরনের কথা ভেসে ওঠে। এর আগে বিকালে শহরের বিনেরপোতা এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা একটি ঝটিকা মিছিল বের করে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আ.লীগ আবার ফিরবে’, চিকিৎসক আটক

Update Time : ০২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ করেই ভেসে উঠলো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’।

সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে হাজির হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এসময় তারা হাসপাতাল ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’সহ নানা রকম স্লোগান দিতে থাকে। এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, ১৭ মার্চকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, হাসপাতাল মালিককে ফোন দেওয়া হয়েছিল। তিনি ঘটনাস্থলে আসতে চাচ্ছেন না। এজন্য হাসপাতাল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এদিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের জিটাল বিলবোর্ডটি জব্দ করার পাশাপাশি সেখানে চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের বিলবোর্ডটি ওয়াইফাই কানেক্টেড। এটি হ্যাক করা যায়। আমরা হাসপাতালের বিলবোর্ডটি জব্দ করেছি এবং এখানে দায়িত্বরত চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি। আমরা যাচাই-বাছাই করে দেখব এটি হ্যাক করা যায় কিনা। যদি এটি পরিকল্পিত হয়ে থাকে তাইলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। অযথা কাউকে হয়রানি করা হবে না।

অপরদিকে সোমবার রাতে সাতক্ষীরা সিটি কলেজ মোড়ে ইজিবাইক বিক্রির একটি শোরুমে একই ধরনের কথা ভেসে ওঠে। এর আগে বিকালে শহরের বিনেরপোতা এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা একটি ঝটিকা মিছিল বের করে।

সবুজদেশ/এসইউ