ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শরিফুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের উদয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আহত শরিফুল ওই ওয়ার্ডের পবহাটি গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে। একই গ্রামের রিংকু এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রিংকুর জমির সঙ্গে ভুক্তভোগী শরিফুলের জমি থাকায় দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে শরিফুল উদয়পুরের মাঠে নিজ জমিতে কাজ করতে গেলে অভিযুক্ত রিংকু তাকে একা পেয়ে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় শরিফুল মাটিতে পড়ে গেলে ঘাতক রিংকু পালিয়ে যায়।
পরে পথচারীরা আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে শরিফুলের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে। আমরা আশাবাদী যে দ্রুতই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।
সবুজদেশ/এসইউ