ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় ৩ চোরাকারবারি আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে।

 

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবিরের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মোঃ কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানে ভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাচারের অভিযোগ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটককৃতরা জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২শ’ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্য আব্দুল্লার বাড়িতে নিয়ে যাচ্ছিল।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় ৩ চোরাকারবারি আটক

Update Time : ১২:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবিরের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মোঃ কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানে ভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাচারের অভিযোগ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটককৃতরা জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২শ’ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্য আব্দুল্লার বাড়িতে নিয়ে যাচ্ছিল।

সবুজদেশ/এসইউ