বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাদের পদ স্থগিত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের প্রেক্ষিতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও মুখপাত্রের পদ স্থগিত ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। গত ২৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি সংগঠনের দৃষ্টিগোচর হলে জরুরি ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরো উল্লেখ করা হয়, তিন সদস্যের তদন্ত কমিটি আগামী দুই কর্মদিবসের মধ্যে তাদের নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ করবেন। তিন সদস্যে তদন্ত কমিটিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, সদস্য মাছুমা খাতুন ও শাহমুন হাসান।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়। এরপ মুহুর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।
সবুজদেশ/এসএএস