ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

 

ঝিনাইদহের শৈলকুপায় আবারও দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়।

এরই জেরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর  ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানা ওসি মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কোনো মামলা হয়নি এ ঘটনায় । কাউকে আটক করা যায়নি । তবে পুলিশ তৎপর রয়েছে ।

সবুজদেশ/এসইউ

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

Update Time : ০১:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপায় আবারও দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়।

এরই জেরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর  ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানা ওসি মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কোনো মামলা হয়নি এ ঘটনায় । কাউকে আটক করা যায়নি । তবে পুলিশ তৎপর রয়েছে ।

সবুজদেশ/এসইউ