ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তের ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর পাড়ে ভারতীয় অংশে ওই লাশ বিকাল পর্যন্ত পড়ে ছিল। লাশ পড়ে থাকার অংশটি সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।

স্থানীয়রা জানায়, দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থল থেকে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় এখনও তার নাম বা পরিচয় জানা যায়নি।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে, এলাবাসী ধারনা করছে ওই যুবক বাংলাদেশি নাগরিক। তার বাড়ি সম্ভবত মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ায়।

এ ধারণার কারণ হিসেবে সূত্রটি বলছে, গত ৩ দিন আগে বাঘাডাঙার ওয়াসিম নামে এক যুবকসহ আরও ৩ জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। ওই সময় বিএসএফের হাতে আটক হয় ওয়াসিম আলী।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এ ধরণের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

সবুজদেশ/এসইউ

মহেশপুর সীমান্তের ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

Update Time : ০৯:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর পাড়ে ভারতীয় অংশে ওই লাশ বিকাল পর্যন্ত পড়ে ছিল। লাশ পড়ে থাকার অংশটি সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।

স্থানীয়রা জানায়, দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থল থেকে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় এখনও তার নাম বা পরিচয় জানা যায়নি।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে, এলাবাসী ধারনা করছে ওই যুবক বাংলাদেশি নাগরিক। তার বাড়ি সম্ভবত মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ায়।

এ ধারণার কারণ হিসেবে সূত্রটি বলছে, গত ৩ দিন আগে বাঘাডাঙার ওয়াসিম নামে এক যুবকসহ আরও ৩ জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। ওই সময় বিএসএফের হাতে আটক হয় ওয়াসিম আলী।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এ ধরণের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

সবুজদেশ/এসইউ