ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধ বন্ধের দাবীতে ঝিনাইদহে হেফাজতে ইসলামীর বিক্ষোভ

 

ঝিনাইদহে মজলুম গাজাবাসীর স্বাধীনতার জন্য মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।

এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন – জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি মশিউর রহমান, জেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম আয়ুবী, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

সে সময় বক্তারা বলেন, শেখ হাসিনা যেমন ইসরায়েলের পণ্য বাংলাদেশে অনুমোদন দিয়েছিল, তেমনটি যেন এ সরকার না করে। আজ ইসরায়েলের অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করতে – তাদের পণ্য বয়কট করা আমাদের ঈমানী দ্বায়িত্ব।

একইসাথে বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিকে একটি স্বাধীন দেশের মর্যাদা দিতে হবে।

সবুজদেশ/এসইউ

গাজায় যুদ্ধ বন্ধের দাবীতে ঝিনাইদহে হেফাজতে ইসলামীর বিক্ষোভ

Update Time : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহে মজলুম গাজাবাসীর স্বাধীনতার জন্য মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।

এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন – জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি মশিউর রহমান, জেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম আয়ুবী, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

সে সময় বক্তারা বলেন, শেখ হাসিনা যেমন ইসরায়েলের পণ্য বাংলাদেশে অনুমোদন দিয়েছিল, তেমনটি যেন এ সরকার না করে। আজ ইসরায়েলের অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করতে – তাদের পণ্য বয়কট করা আমাদের ঈমানী দ্বায়িত্ব।

একইসাথে বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিকে একটি স্বাধীন দেশের মর্যাদা দিতে হবে।

সবুজদেশ/এসইউ