ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জের সেই কৃষকদল নেতার পদ স্থগিত

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন এর পদ স্থগিত করেছে জেলা কমিটি। শনিবার ( ১২ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতাকর্মীদের তার সহিত সকল পর্যায়ে সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এরআগে গত ৯ এপ্রিল উন্মুক্ত লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক। এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন জালাল উদ্দিন।

সবুজদেশ/এসইউ

কালীগঞ্জের সেই কৃষকদল নেতার পদ স্থগিত

Update Time : ০২:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন এর পদ স্থগিত করেছে জেলা কমিটি। শনিবার ( ১২ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতাকর্মীদের তার সহিত সকল পর্যায়ে সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এরআগে গত ৯ এপ্রিল উন্মুক্ত লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক। এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন জালাল উদ্দিন।

সবুজদেশ/এসইউ