সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করেছে। সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই হীরার নাকফুল গুলো উদ্ধার করা হয়। তবে এই অভিযানে বিজিবি কোন চোরাচালানিকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ হীরার গহনা সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে। এসময় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল বর্ণিত স্থানে গোপনে অবস্থান নেয়। একপর্যায়ে রাত সোয়া ৮টার দিকে একজন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবির উপস্থিতি টের পেরে তার হাতে থাকা একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেটের মধ্য হতে ৯০ টি ভারতীয় হীরার নাকফুল উদ্ধার করে। উদ্ধারকৃত হীরার নাকফুলের মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয় আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালনিরা পালিয়ে যায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সবুজদেশ/এসইউ