চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিপুর বিওপির সরদারপাড়া এলাকা থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সন্ধ্যায় সীমান্তের মেইন পিলার ৯৩-এর কাছে সরদারপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় এক চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি জব্দ করতে সক্ষম হয়। ব্যাগে তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ২১টি প্যাকেটে মোট ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় তৈরিকৃত রুপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার গহনার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সবুজদেশ/এসইউ