ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের দুই বনদস্যু অস্ত্র-গুলিসহ আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে।

 

সুন্দরবনের বনদস্যু গ্রুপের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটকরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে অবস্থান করা বনদস্যু করিম শরীফ গ্রুপের সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবুজদেশ/এসইউ

সুন্দরবনের দুই বনদস্যু অস্ত্র-গুলিসহ আটক

Update Time : ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

সুন্দরবনের বনদস্যু গ্রুপের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটকরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে অবস্থান করা বনদস্যু করিম শরীফ গ্রুপের সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবুজদেশ/এসইউ