মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থেকে যশোর চাচড়া মোড় পর্যন্ত মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান সহ সব ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময়ে কয়েকটি অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ অবৈধ যানবাহন আটক করা হয়।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন হোসেন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। মহাসড়ক নিরাপদ রাখতে আমাদের এই অভিযান পরিচালনা করছি। আইন মেনে শৃঙ্খলার সাথে মহাসড়ক ব্যবহার করলে আমরা দূর্ঘটনা এড়িয়ে চলতে পারবো। অভিযানে হাইওয়ে পুলিশের উধ্বতন কর্তৃপক্ষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসইউ