ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দোকানে খাবার কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে।

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৮টার দিকে ওই কিশোরী দশগেট এলাকায় দোকানে খাবার কিনতে যায়। খাবার কিনে ফিরার পথে ওই এলাকার খোকন (৬০) নামের এক প্রতিবেশী কিশোরীকে বলেন- তার বাবা তেঁতুলতলা বাজারে ডাকছে। তার কথা শুনে কিশোরী খোকনের সঙ্গে দশগেটের দিকে আসতে থাকে। গেটের কাছে পৌঁছলে কিশোরীকে মুখ চেপে ধরে পরিত্যক্ত এক ঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এদিকে মেয়েকে না পেয়ে কিশোরীর মা, বোন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জামাল সাহেবের পুরোনো টিউবওয়েলের পাশে ফাঁকা জায়গায় অজ্ঞান অবস্থায় কিশোরীকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী কিশোরীকে নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, মামলার প্রক্রিয়া চলমান আছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সবুজদেশ/এসইউ

খুলনায় দোকানে খাবার কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

Update Time : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৮টার দিকে ওই কিশোরী দশগেট এলাকায় দোকানে খাবার কিনতে যায়। খাবার কিনে ফিরার পথে ওই এলাকার খোকন (৬০) নামের এক প্রতিবেশী কিশোরীকে বলেন- তার বাবা তেঁতুলতলা বাজারে ডাকছে। তার কথা শুনে কিশোরী খোকনের সঙ্গে দশগেটের দিকে আসতে থাকে। গেটের কাছে পৌঁছলে কিশোরীকে মুখ চেপে ধরে পরিত্যক্ত এক ঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এদিকে মেয়েকে না পেয়ে কিশোরীর মা, বোন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জামাল সাহেবের পুরোনো টিউবওয়েলের পাশে ফাঁকা জায়গায় অজ্ঞান অবস্থায় কিশোরীকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী কিশোরীকে নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, মামলার প্রক্রিয়া চলমান আছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সবুজদেশ/এসইউ