বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় সরকারি মাহ্তাবউদ্দিন কলেজ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ,সদস্য সচিব মৌসুম উদ্দিন সোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাহাদৎ রিওন , পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ারুল হোসেন, হাসানুজ্জামান ইবোন, সদস্য মনিরুজ্জামান মুন্না, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, যুগ্ম আহ্বায়ক হারুনা অর রশীদ রাজা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইফতি জাহান, উপজেলা ছাত্র দলের সদস্য চঞ্চল হোসেন, ইসরাফিল হোসেন জুয়েল ও খালেদ সাইফুল্লাহ সাওনসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ ছাত্রদলের আন্দোলন চলবে। তারা পারভেজ হত্যার বিচার ও ছাত্ররাজনীতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানান।
সবুজদেশ/এসইউ