ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এছাড়াও পৃথক অভিযানে ৭৪ বোতল মদ ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার আগৈলঝাড় থানার বাহাদুরপুর গ্রামের হলধর মল্লিককের ছেলে কৃষ্ণ মল্লিক(৬০) ও একই গ্রামের কালি পদ বালার ছেলে রুনু মল্লিক (৫৫), সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আতিয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২১), নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের ছয়ফাল কাজীর ছেলে রিপন কাজী (৩০), নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের ইদ্রীস শেখের ছেলে নাজমুল শেখ (৩২) ও একই গ্রামের ওহাব শেখের ছেলে সোহেল শেখ (২৬)। আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ২জন শিশু রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর উপজেলার নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা দালালচক্রের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় করছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক

Update Time : ০৮:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এছাড়াও পৃথক অভিযানে ৭৪ বোতল মদ ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার আগৈলঝাড় থানার বাহাদুরপুর গ্রামের হলধর মল্লিককের ছেলে কৃষ্ণ মল্লিক(৬০) ও একই গ্রামের কালি পদ বালার ছেলে রুনু মল্লিক (৫৫), সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আতিয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২১), নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের ছয়ফাল কাজীর ছেলে রিপন কাজী (৩০), নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের ইদ্রীস শেখের ছেলে নাজমুল শেখ (৩২) ও একই গ্রামের ওহাব শেখের ছেলে সোহেল শেখ (২৬)। আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ২জন শিশু রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর উপজেলার নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা দালালচক্রের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় করছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ