ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৫

 

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন। গেল (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের রেজওয়ান বিশ্বাসের সাথে স্থানীয় আলিম উদ্দিন বিশ্বাসের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের লোকজন রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ ৫ জনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, ছোট একটি ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ড হয়। এখন পরিবেশ স্বাভাবিক।

সবুজদেশ/এসইউ

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ, অভিযুক্ত ভুয়া ডাক্তার

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৫

Update Time : ০৬:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন। গেল (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের রেজওয়ান বিশ্বাসের সাথে স্থানীয় আলিম উদ্দিন বিশ্বাসের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের লোকজন রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ ৫ জনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, ছোট একটি ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ড হয়। এখন পরিবেশ স্বাভাবিক।

সবুজদেশ/এসইউ