ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে যুবকের মুখ স্কচটেপে বাঁধা, মরদেহ উদ্ধার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যঘের থেকে হাসান শেখ (২২) নামে নববিবাহিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮এপ্রিল) সকালে তেতুলবাডিয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া হাসান শেখ পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোরেলগঞ্জ থ্নার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসান শেখের মামা সায়েদুল খান জানান,  হাসান মাত্র ১৫দিন পূর্বে বিয়ে করেছিল। হাসান গত শুক্রবার (২৫ এপ্রিল) দুরের ভাড়া নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার নিখোঁজের বিষয়ে মোংলা থানায় জিডি করা হয়েছিল। হাসান নিখোঁজের পর থেকে তার ইজিবাইক ও তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিখোঁজের রয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ জানান, হাসানের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা মো. রবিউল শেখ অজ্ঞাত আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সবুজদেশ/এসইউ

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ, অভিযুক্ত ভুয়া ডাক্তার

বাগেরহাটে যুবকের মুখ স্কচটেপে বাঁধা, মরদেহ উদ্ধার

Update Time : ০৯:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যঘের থেকে হাসান শেখ (২২) নামে নববিবাহিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮এপ্রিল) সকালে তেতুলবাডিয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া হাসান শেখ পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোরেলগঞ্জ থ্নার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসান শেখের মামা সায়েদুল খান জানান,  হাসান মাত্র ১৫দিন পূর্বে বিয়ে করেছিল। হাসান গত শুক্রবার (২৫ এপ্রিল) দুরের ভাড়া নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার নিখোঁজের বিষয়ে মোংলা থানায় জিডি করা হয়েছিল। হাসান নিখোঁজের পর থেকে তার ইজিবাইক ও তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিখোঁজের রয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ জানান, হাসানের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা মো. রবিউল শেখ অজ্ঞাত আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সবুজদেশ/এসইউ