ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকার দিলু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে উত্তর আটুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে (সিদ্দিকুর রহমানকে) সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসকেরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১, আহত ৬

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Update Time : ১১:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকার দিলু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে উত্তর আটুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে (সিদ্দিকুর রহমানকে) সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসকেরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

সবুজদেশ/এসইউ