ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জন্য ১১ বছর ভাত না খাওয়া অসুস্থ কর্মীর খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে।

 

২০১৪ সাল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। রান্না করা হয় খাবার। কিন্তু সেই খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেই দিনই বিএনপি ক্ষমতার না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজাম উদ্দিন। টানা ১১ বছর ভাত না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা তাঁর শরীরে ক্যানসারের সন্দেহ করেছেন। এরই মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। সাত দিন পর সব টেস্ট রিপোর্ট দেখে বুঝা যাবে তাঁর শারীরিক অবস্থা কেমন আছে।

অসুস্থতার এমন খবর জেনে তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আগামীকাল বুধবার দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরে যাবে।

সবুজদেশ/এসইউ

বাংলাদেশের দুর্দান্ত ইনিংস জয়, সিরিজে ফিরে এলো সমতা

বিএনপির জন্য ১১ বছর ভাত না খাওয়া অসুস্থ কর্মীর খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশ

Update Time : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

২০১৪ সাল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। রান্না করা হয় খাবার। কিন্তু সেই খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেই দিনই বিএনপি ক্ষমতার না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজাম উদ্দিন। টানা ১১ বছর ভাত না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা তাঁর শরীরে ক্যানসারের সন্দেহ করেছেন। এরই মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। সাত দিন পর সব টেস্ট রিপোর্ট দেখে বুঝা যাবে তাঁর শারীরিক অবস্থা কেমন আছে।

অসুস্থতার এমন খবর জেনে তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আগামীকাল বুধবার দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরে যাবে।

সবুজদেশ/এসইউ