ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে।

 

সাতক্ষীরার কালিগঞ্জে লিচু ভাগাভাগি নিয়ে শ্বাশুড়ির সাথে ঝগড়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী রুমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামের শারাফাত হোসেনের স্ত্রী এবং সাতক্ষীরার সুলতানপুর এলাকার সোহাগ গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, দুপরের দিকে বাড়ির গাছের লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে শ্বাশুড়ির সাথে রুমার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে গৃহবধূ রুমা অভিমানে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়।

তারা আরও জানান, রুমা দীর্ঘদিন যাবত এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। এলাকার বাচ্চারা প্রাইভেট পড়তে এসে ম্যাডামকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় তারা চিৎকার দেয়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার জুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য গৃহবধুর মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

সাতক্ষীরার কালিগঞ্জে লিচু ভাগাভাগি নিয়ে শ্বাশুড়ির সাথে ঝগড়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী রুমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামের শারাফাত হোসেনের স্ত্রী এবং সাতক্ষীরার সুলতানপুর এলাকার সোহাগ গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, দুপরের দিকে বাড়ির গাছের লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে শ্বাশুড়ির সাথে রুমার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে গৃহবধূ রুমা অভিমানে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়।

তারা আরও জানান, রুমা দীর্ঘদিন যাবত এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। এলাকার বাচ্চারা প্রাইভেট পড়তে এসে ম্যাডামকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় তারা চিৎকার দেয়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার জুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য গৃহবধুর মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ