ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে ভ্যানের ধাক্কায় আল ফারাবি সুজন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুরে পৌর এলাকার ৫৭ নম্বর কলোনির স্টেশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সুজন স্টেশনপাড়া শামীম হোসেনের তৃতীয় সন্তান।

পুলিশ ও সুজনের চাচা শেখ শাহিন জানান , সকালে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। সে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান। ওই সময় সুজন খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে ফেলে। চালু অবস্থায় ভ্যানটি দ্রুত গতিতে এগিয়ে গিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। ঘটনাটি দেখা হচ্ছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসইউ

কোটচাঁদপুরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

Update Time : ০৬:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে ভ্যানের ধাক্কায় আল ফারাবি সুজন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুরে পৌর এলাকার ৫৭ নম্বর কলোনির স্টেশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সুজন স্টেশনপাড়া শামীম হোসেনের তৃতীয় সন্তান।

পুলিশ ও সুজনের চাচা শেখ শাহিন জানান , সকালে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। সে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান। ওই সময় সুজন খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে ফেলে। চালু অবস্থায় ভ্যানটি দ্রুত গতিতে এগিয়ে গিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। ঘটনাটি দেখা হচ্ছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসইউ