ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওঃ ইব্রাহিম হোসেন সরদার (৬৫) মারা গেছেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ মে) ভোররাত ৩টার দিকে তিনি মারা যান।

নিহত জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম হোসেন সরদার সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়নের নায়েবে আমীর ছিলেন।

বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গণি জানান, সোমবার (১২ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইব্রাহিম হোসেন একটি মোটরসাইকেলে কামারবায়সা থেকে বেলেডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মুক্তির মোড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে হঠাৎ একটি কলাগাছ ভেঙে তার মাথার উপর পড়ে। দ্রুততাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হাতে থাকলে মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৭০ জনের প্রাণহানি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

Update Time : ০১:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওঃ ইব্রাহিম হোসেন সরদার (৬৫) মারা গেছেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ মে) ভোররাত ৩টার দিকে তিনি মারা যান।

নিহত জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম হোসেন সরদার সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়নের নায়েবে আমীর ছিলেন।

বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গণি জানান, সোমবার (১২ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইব্রাহিম হোসেন একটি মোটরসাইকেলে কামারবায়সা থেকে বেলেডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মুক্তির মোড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে হঠাৎ একটি কলাগাছ ভেঙে তার মাথার উপর পড়ে। দ্রুততাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হাতে থাকলে মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ