ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

খুলনার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় প্রধান শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার মিত্র বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

খুলনায় প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি

Update Time : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

খুলনার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় প্রধান শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার মিত্র বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সবুজদেশ/এসইউ