ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গাছের ডাল ভেঙে পড়ে দিনমজুরের মৃত্যু

ফাইল ছবি-

 

যশোরের সাতমাইল বাজারে কাজ করার সময় ট্রাক থেকে পড়া গাছের ডালের আঘাতে লিটন (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার(১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটনের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে। তিনি আলতাব বিশ্বাসের ছেলে এবং পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার সাতমাইল বাজারে একটি ট্রাকে গাছের ডাল তোলার সময় হঠাৎ ওপর থেকে একটি বড় ডাল পড়ে লিটনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মী শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সবুজদেশ/এসইউ

যশোরে গাছের ডাল ভেঙে পড়ে দিনমজুরের মৃত্যু

Update Time : ০৭:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

 

যশোরের সাতমাইল বাজারে কাজ করার সময় ট্রাক থেকে পড়া গাছের ডালের আঘাতে লিটন (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার(১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটনের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে। তিনি আলতাব বিশ্বাসের ছেলে এবং পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার সাতমাইল বাজারে একটি ট্রাকে গাছের ডাল তোলার সময় হঠাৎ ওপর থেকে একটি বড় ডাল পড়ে লিটনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মী শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সবুজদেশ/এসইউ