যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তাদের বাড়ি কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, এ ঘটনার পর পুলিশের একটি টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে। ঘাতক গাড়িটি আটকে অভিযান চলছে।
সবুজদেশ/এসইউ
সবুজদেশ ডেস্ক: 



















