ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী শিশু সহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
শনিবার (২৪ মে) রাত ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- খুলনার বাটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মহাসিন শেখের ছেলে শাহজালাল শেখ (২৫), একই উপজেলার ইসাহাক শেখের ছেলে সোলেমান শেখ (৩৭), খুলনার ফুলতলা উপজেলার গারাখোলা গ্রামের সামাদ খাঁর ছেলে আবু যার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম গাজীর ছেলে রাহুল গাজী (২৫) ও একই গ্রামের নজরুল গাজীর ছেলে ইরাই গাজী (৩৭)।
বিজিবি জানায়, মহেশপুরের বাঘাডাংগা বিওপি’র হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/৩৩-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে নারী শিশুসহ ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের মধ্যে ৫ পুরুষ ও ২ নারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃত নারী ও পুরুষের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সবুজদেশ/এসইউ