ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি ও ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন ঝিনাইদহ-যশোর সড়কের দুই পাশে অবস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী তবিবুর রহমান মিনি, আবু জাফর, তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা বলেন, ৬ লেন সড়ক নির্মাণের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলোর বিপরীতে বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ দিতে হবে। জমির পাশাপাশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনারও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ চায় তারা।
এ সময় বক্তারা বলেন, সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে অনেক পরিবার বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে বিপাকে পড়ছে।
সবুজদেশ/এসইউ