মহাসড়কে অননুমোদিত যানবাহন চলাচল রোধ ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা (এন-৭) মহাসড়কে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলাম সাগর এর নেতৃত্বে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু সাহা এবং মোঃ আল-আমিন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবীর, আরাপপুর হাইওয়ে থানার পরিদর্শক(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস, ঝিনাইদহ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম সবুজ হোসাইন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলী, সড়ক বিভাগের সার্ভেয়ার মোঃ সোহেল রানা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।
অভিযানকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৮ টি মামলা প্রদান ও জরিমানা আদায় করা হয়। সেসময় পরিবেশ আইনের বিভিন্ন ধারায় আরো ১০ টি যানবাহনকে মামলা প্রদান ও জরিমানা আদায় করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানকালে ২৮ টি যানবাহনকে মামলা প্রদান, জরিমানা আরোপ ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৫ টি নিয়মিত মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির বলেন, মহাসড়কে অবৈধ দখলদার উচ্ছেদ ও অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সবুজদেশ/এসইউ