ঝিনাইদহ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনের বেলায় চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ পৌর সভার দক্ষিণ বলিদাপাড়ার জাহাঙ্গীর মল্লিকের বাড়িতে। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নাজমা বেগম জানান, তার স্বামী ঢাকায় থাকেন। আর দুই ছেলে আকাশ ও আশিক প্রবাসে আছে। ফলে এখন বৃদ্ধ শাশুড়ীকে নিয়ে তিনিই শুধু বাড়িতে থাকেন। সকাল ১০ টার দিকে ঘরে তালা দিয়ে তিনি পাশের বাড়ির অসুস্থ একজনকে দেখতে যান। এ সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে ঘরের আলমিরার তালা ভেঙে ২ জোড়া স্বর্ণের কানের দুল, একটি হার, ১ টি আংটি, এক জোড়া হাতের রুলি, ১ টি দামি মোবাইলসেট ছাড়াও ড্রয়ারে থাকা আনুমানিক ৮/৯ হাজার নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
প্রতিবেশী রিপন হোসেন জানান, পিচ সড়কের পাশেই এ বাড়িটি। তিনি দেখেন যে, একটি মটর সাইকেলে হেলমেট পরিহিত ৩ যুবক এসে বাড়িটির সামনে দাঁড়ালো। তাদের মধ্যে ২ জন সরাসরি বাড়ির মধ্যে প্রবেশ করে। আর অন্যজন মটরসাইকেল নিয়ে পিচ সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে। তারা আত্মীয় বাড়িতে এসেছে তখন তিনি এমনটাই ভেবেছিলেন। কিন্ত পরে ওই ২ জন বাড়ির মধ্য থেকে বের হলে তাদের ব্যস্ততা দেখে তার সন্দেহ হয়। এ সময় তিনি তাদের ধরতে সামনের দিকে এগুতেই দ্রুত তারা মটর সাইকেলে উঠে চম্পট দেয়। এর পরপরই বাড়ির মালিক বাড়িতে ঢুকে দেখেন তালা ভেঙ্গে সবকিছু নিয়ে গেছে। তিনি বলেন, মাস খানেক আগে তাদের মহল্লার হাসানের বাড়িতেও ঠিক একইভাবে চুরি সংঘটিত হয়েছিল।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জেল হোসেন জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশ চোরদের আটকের চেষ্টা চালাচ্ছে।
সবুজদেশ/এসইউ