ঝিনাইদহে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিংয়ের পাশাপাশি মুদি দোকান ও লস্কার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে নলডাঙ্গা বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজিয়া আক্তার এ আদালত পরিচালনা করেন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করায় ২ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ, মেয়াদ ও স্বাস্থ্যসম্মত পণ্য বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্প অভিযানে সহায়তা করেন।
সবুজদেশ/এসইউ