ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে পারাপারের অভিযোগে আটক ১২

 

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক পুরুষরা হলেন- নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয়নগরের মশিয়াহাটি গ্রামের দিল্লীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস (৪৫) এবং বাগেরহাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে গৌরব মজুমদার (২১)।

বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপিতে পৃথক অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতজন নারী, দুইজন শিশু ও তিনজন পুরুষ ছিলেন। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‍“মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ সীমান্তে পারাপারের অভিযোগে আটক ১২

Update Time : ১০:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক পুরুষরা হলেন- নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয়নগরের মশিয়াহাটি গ্রামের দিল্লীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস (৪৫) এবং বাগেরহাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে গৌরব মজুমদার (২১)।

বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপিতে পৃথক অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতজন নারী, দুইজন শিশু ও তিনজন পুরুষ ছিলেন। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‍“মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ