চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বাবু পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমান জানান, দুপুরে বাবুসহ কয়েকজন ভারতের ভেতরে ঢুকে পড়লে তাতে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতে আছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দুপুরে ৭-৮ জন স্বর্ণ চোরাকারবারি চুয়াডাঙ্গা সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সে সময় ভারতের হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়। তাকে ভারতের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
সবুজদেশ/এসইউ